ঈদ-এ মিলাদুন্নবী (স.) উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরে জশনে জুলুস বর্ণাঢ্য র্যালি বের করেছে জশনে জুলুস ঈদ-এ- মিলাদুন্নবী উদযাপন কমিটি বন্দর শাখা। মঙ্গলবার সকাল ১০ টায় নাসিক ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন মাঠ বটতলা থেকে শুরু করে জশনে জুলুস বর্ণাঢ্য র্যালি বন্দরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে নবীগঞ্জ কদম রসুল দরগাহ্ গিয়ে শেষ হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল সাজ্জাদানসীন পীরে কামেল হযরাতুল আল্লামা সৈয়দ মো: বাহাদুর শাহ্ মোজাদেদ্দী আল্- আবেদী (মা:জি:আ:)। র্যালির উদ্বোধন করেন বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বীরমুক্তিযোদ্বা এম.এ রশীদ।
বন্দর প্রেস ক্লাব’র সভাপতি মো: মোবারক হোসেন কমল খানের সভপাতিত্বে উপস্থিত ছিলেন, নাসিক ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মোহাম্মদ সাগর, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মী ছাড়াও হাজারো নবী প্রেমিক মুসলমান।