নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৪ জেলেকে ১৬ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। তারা হলেন, নজরুল (৪০), পারভেজ (১৮), আবু হানিফ (১৮) ও ইলিয়াস (১৭)। তারা সবাই আড়াইহাজার উপজেলার বিশনন্দি ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। সরকারি নিষেধাজ্ঞা থাকার পরও ইলিশ মাছ শিকারের অপরাধে এই দন্ড দেয়া হয়। এসময় জব্দ করা হয়েছে ২ মণ ইলিশ ও ২ লাখ মিটার জাল। সোমবার (২৬ অক্টোবর) দিনভর মেঘনা নদীতে অভিযান চালায় আড়াইহাজার উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেনের নেতৃত্বে এ অভিযানে ইলিশ মাছ ধরার অপরাধে ৪ জনকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে তাদের অর্থদন্ড দেয়া হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার। তাদেরকে সহায়তায় ছিল খাগকান্দা পুলিশ ফাঁড়ির সদস্যরা।
খাগকান্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাকিম আজাদ জানান, সকাল থেকে বিকাল পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চলে। অভিযান চলাকালে ২ লাখ মিটার মাছ ধরার জাল ও ২ মণ মাছ জব্দ করা হয়। জালের মধ্যে দেড়লাখ মিটার বেহুন্দি জাল ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল।