আড়াইহাজারে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির দায়ে আব্দুল হাকিম (৫৫) নামের এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে উপজেলার গোপালদী বাজারে এই কারাদন্ড দেওয়া হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, আমাদের নিকট গোপনে খবর আসে গোপালদী বাজারে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি হচ্ছে। এই অভিযোগের প্রেক্ষিতে সহাকারী কমিশণার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: উজ্জল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এই সময় ৪ লাখ ৭৫ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৯৫ লাখ টাকা। পরে উদ্ধারকৃত জাল গুলো পুড়িয়ে ফেলা হয়। ব্যবসায়ী আব্দুল হাকিমকে এক মাসের জেল দেওয়া হয়। এদিকে অভিযানে খবর পেয়ে গোপালদী বাজারে ওষুধের দোকানদাররা দোকান বন্ধ করে পালিয়ে যায়।