নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে সোহান (১০) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার হাইজাদী ইউনিয়নের বল্লভদী কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহান স্থানীয় মাহাবুবের ছেলে এবং স্থানীয় প্রভাকরদী মাদরাসার নুরারী বিভাগের ছাত্র ছিলেন।
পরিবারের বরাত দিয়ে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আরিফ জানান, বাড়ির পাশের একটী ছাদে উঠে খেলা করার সময় পল্লী বিদ্যুতের তারে সে জড়িয়ে আহত হয়। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে তার মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। ইউপি সদস্য সাজেদা বেগম জানান, মাদরাসা থেকে ১৫ দিন আগে বাড়িতে আসছিল সে।