নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪

সোনারগাঁয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৭৮

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৪১, ২৪ জুলাই ২০২০

সোনারগাঁয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৭৮

সোনারগাঁ উপজেলায় (২৪ জুলাই) শুক্রবার ৭ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এদের মধ্যে ১ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। নমুনা সংগ্রহের তুলনায় আক্রান্তের সংখ্যা প্রায় ১০ শতাংশ।

এ নিয়ে সোনারগাঁয়ে ৪৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মোট সুস্থ ৪২৬ জন, মৃত্যু বরণ করেছেন ১৮ জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৩৯ জন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা শুক্রবার দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা জানান, আজ নতুন করে ৭ জনের নমুনার রির্পোট পেয়েছি তার মধ্যে ১ জন মহিলার দেহে করোনা সনাক্ত হয়েছে। বর্তমানে সোনারগাঁয়ে করোনা আক্রান্তর সংখ্যা ৪৭৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪২৬ জন, মৃত্যুবরণ করছেন ১৮ জন আর চিকিৎসা নিচ্ছেন ৩৯ জন।

তার দেয়া তথ্য মতে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর  এলাকায় ১জন মহিলার দেহে কোভিট ১৯ আক্রান্ত হয়েছেন।

তিনি আরো জানান, এ পর্যন্ত সোনারগাঁ থেকে ২০৯৭ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষা শেষে ৪৭৮ জনের করোনা রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ১৮ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ পর্যন্ত ৪২৬ জন সুস্থ হয়েছেন।

সম্পর্কিত বিষয়: