সিদ্ধিরগঞ্জে তেলবাহী (ট্যাঙ্কলড়ী) গাড়ির ধাক্কায় মোটর সাইকেল আরোহী রাতুল (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ-আদমজী-চিটাগাং রোড সড়কের গোদনাইল ধনকুন্ডা এলাকায়। নিহত রাতুল দক্ষিণ ধনকুন্ডা এলাকার প্রবাসী আমির হোসেনের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই ফারুক জানান, শিমরাইলগামী একটি তেলবাহী গাড়ি রাতুলের মটরসাইকেলকে (ঢাকা মেট্রো-ল-২৭-৩৭৮৫) পেছন থেকে ধাক্কা দেয়। এতে রাতুল মটর সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আশপাশের লোকজন রাতুলকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তেলবাহী গাড়িটিকে আটকের জন্য অভিযান অব্যাহত চলছে।