সিদ্ধিরগঞ্জে ৮ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাজহারুল ইসলাম রায়হান (২১) নামে এক গৃহ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে আদমজীর কদমতলী এলাকায়। এ ঘটনায় বৃহস্পতিবার ধর্ষণের শিকার ওই ছাত্রীর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। গ্রেপ্তারকৃত মাজহারুল একই এলাকার ইসকান্দার আলীর ছেলে।
আরও পড়ুন সেই স্কুলটি ভেঙ্গে দিলো চাষাড়া স্টেশন মাস্টার
অভিযোগ সূত্রে জানা যায়, গৃহ শিক্ষক মাজহারুল ইসলাম প্রাইভেট পড়ানোর সুযোগে স্কুল ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ঘটনার দিন সকালে ছাত্রীর বাবা-মা বাড়ির বাহিরে থাকার সুযোগ নিয়ে মাজহারুল ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। বিষয়টি স্কুল ছাত্রী তার মাকে জানায়। পরে ধর্ষিতার পরিবার গৃহ শিক্ষক মাজহারুল ইসলাম রায়হানের সঙ্গে যোগাযোগ করলে সে ধর্ষণের বিষয়টি অস্বীকার করে।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক জানান, ধর্ষিতার মা বাদী হয়ে অভিযুক্ত গৃহ শিক্ষকের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এবং ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।