নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল বাংলা গেইট এলাকায় অজ্ঞাত গাড়ির থাক্কায় মানসিক প্রতিবন্ধী এক পথচারী নারী (৫০) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বাংলা গেইটের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে।
আরও পড়ুন বন্দরে প্রস্তুতির সময় অস্ত্রসহ ৪ ডাকাত আটক
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বাংলা গেইট এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে আনুমানিক ৫০ বছর বয়সের অজ্ঞাত এক মানসিক প্রতিবন্ধী নারীকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে নিহত নারীর মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।