রূপগঞ্জে লেগুনা থেকে চাঁদা আদায়ের সময় ৩ পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভুলতা গাউছিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- ইসমাইল হোসেন (২০), রিফাত (১৮) ও মাসুম মিয়া (২০)। এসময় তাদের কাছ থেকে নগদ ৫ হাজার ৩০ টাকা জব্দ করা হয়।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দীন চৌধুরী জানান, জনৈক রতন মিয়ার নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় লেগুনা স্ট্যান্ডে লেগুনা চালক ও হেলপারদেরদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক লেগুনা প্রতি দৈনিক ৮০ থেকে ১০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। বৃহস্পতিবার তিনজনে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের অত্যাচারে লেগুনা চালকরা অতিষ্ঠ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা করা হবে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।