রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার আর এফ এল নেটাল ইন্ডাস্ট্রিয়াল লিঃ কোম্পানীতে ভয়াবহ অগ্নিকান্ড সংঘঠিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় ঘটে এ ঘটনা। রূপগঞ্জ কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আড়াইহাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহ্জাহান জানান, আগুনের খবর পেয়ে আমরা দ্রæত ঘটনাস্থলে আসি। প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা যায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্র হয়। দ্রæত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।