হেফাজতের প্রয়াত আমীর আল্লামা শফীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করার অভিযোগে গ্রেপ্তারকৃত মুফতি আলাউদ্দিন জিহাদীর (৩৫) একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ফতুল্লা মডেল থানা পুলিশ তিনদিনের রিমান্ড আবেদন করে সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে তাকে ৫ দিনের রিমান্ড আদেবন করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালতে হাজির করা হয়। শুনানী শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
এরআগে রোববার (২০ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় ফতুল্লার মাহমুদপুর এলাকা থেকে আলাউদ্দিন জিহাদীকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ফতুল্লার ভুইঘর মাহমুদপুর আবতাহী মুজাদ্দেদিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক।
পুলিশ জানায়, হেফাজতে ইসলামের সাবেক আমীর আল্লামা শফীকে নিয়ে মুফতি আলাউদ্দিন জিহাদী তার নিজ ফেইসবুক আইডি থেকে আপত্তিকর মন্তব্য লিখে একটি পোস্ট করেন। এ নিয়ে আল্লামা শফির এক অনুসারী ফতুল্লা থানা দেওভোগ এলাকার দারুল উলুম মাদ্রাসা জামে মসজিদের খতিব হারুনুর রশীদ বাদী হয়ে শনিবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে ফেইসবুকে কটুক্তিকারী আলাউদ্দিন জিহাদীর বিরুদ্বে মামলা দায়ের করেন।