জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জের আদমজী নতুনবাজার কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। ‘মুজিববর্ষের আহ্বান তিনটি করে গাছ লাগান’ এ প্রতিপাদ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে ক্লিনিকের কমিউনিটি গ্রুপ সদস্যরা বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডের নতুনবাজার কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন, নাসিক প্যানেল মেয়র ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও নতুনবাজার কমিউনিটি ক্লিনিকের সভাপতি আলহাজ্ব মো: মতিউর রহমান মতি।
এসময় উপস্থিত ছিলেন, ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার শারমিন আকতার, পরিবার কল্যাণ সহকারী আনজুমান আরা, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক জুবায়ের আলম হীরা, যুবলীগ নেতা জাকির হোসেন, শেখ মো: হান্নান, কালাম মুন্সী, আওয়ামীলীগ নেতা আব্দুস সোবহান, সেন্টু, ইউসুফ খান রবিন, জুয়েল, নতুনবাজার কমিউনিটি ক্লিনিকের সদস্য বিউটি, আফরোজা আলম প্রমুখ।