বন্দরে গ্রাহকদের কাছ থেকে কিস্তির টাকা উত্তেলন করতে গিয়ে মাহাবুব আলম (৩০) নামে পল্লী মঙ্গল কর্মসূচি অফিস কর্মী নিখোঁজ হয়েছে। রোববার সকাল ৮টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলীনগরস্থ কার্যালয় থেকে মদনগঞ্জে কিস্তির টাকা আনতে গিয়ে ওই অফিস কর্মী নিখোঁজ হয়। এ ব্যাপারে পল্লী মঙ্গল কর্মসূচি কর্মকর্তা যুগল বিশ্বাস বাদী হয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বন্দর থানায় নিখোঁজ জিডি করেন।
যুগল বিশ্বাস গনমাধ্যমকে জানান, পটুয়াখালী জেলার গলাচিপা থানার কালিকাপুর এলাকার ওহাব আলী মিয়ার ছেলে মাহাবুব আলম দীর্ঘ দিন ধরে পল্লী মঙ্গল কর্মসূচি অফিসে কাজ করে আসছে। এর ধারাবাহিকতায় প্রতিদিনের ন্যায় গত ১৩ সেপ্টেম্বর রোববার সকাল ৮টায় আমাদের আলীনগর কার্যালয় থেকে গ্রাহকদের কাছ থেকে কিস্তির টাকা আনতে মদনগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় আর অফিসে ফিরেনি। অনেক খোঁজাখুজি করে তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। তার ব্যবহারকৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় আমি বাদী হয়ে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করি।