আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কর্মসূচীর অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুম্মা চাষাড়া বাইতুল আমানের সংলগ্ন চাষাড়া রেলগেইট জামে মসজিদে প্রধানমন্ত্রীর জন্য দোয়া ও মিলাদ আয়োজন করেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু।
দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সহ-সভাপতি আমিনুর হোসেন শাহিন, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন জুয়েল, এনসিসি ১১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি চঞ্চল মাহমুদ, সাধারণ সম্পাদক ইউসুফ মেম্বার, ১২নং ওয়ার্ড সভাপতি আলহাজ্ব সেলিম খান, ১৩নং ওয়ার্ড সভাপতি শাহজালাল প্রধান ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ আরও অনেকে।
মিলাদে আগে সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু বলেন, বাংলাদেশের প্রিয় মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী পালনে কর্মসূচী নিয়েছে কেন্দ্রীয় যুবলীগ। তার ধারাবাহিকতায় মসজিদে মসজিদে সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্য দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। বাংলাদেশকে বিশে^র কাছে উন্নত দেশে রূপান্তর করার জন্য আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুকিঁ নিয়ে কাজ করে যাচ্ছেন। মহামারী করোনার সময়ে প্রধানমন্ত্রী যোগ্যতার সহিত দায়িত্ব পালন করায় বাংলাদেশ ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছে। মহান আল্লাহর দরবারে তার জন্য সকলে দোয়া করব, যেন বাংলাদেশকে উন্নত দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য তিনি কাজ চালিয়ে যেতে পারেন।
তিনি আরও বলেন, পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে যে মুসল্লিরা মৃত্যু বরণ করেছেন তাদের পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি পরিবার প্রতি ৫ লাখ টাকা করে অনুদান দিয়েছেন। নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের স্ত্রী লিপি ওসমান ও ওসমান পরিবারের অনেক সদস্য করোনাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছিলেন। তাদের সকলের রোগমুক্তি কামনা করে আল্লাহ দরবারে দোয়া কামনা করছি।