নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ প্রয়াত নাসিম ওসমানের সহধর্মীনি এবং যুব সমাজের অহংকার একেএম আজমেরী ওসমানের মাতা পারভীন ওসমানের দ্রুত সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্র সমাজ।
শুক্রবার ( ১৮ সেপ্টেম্বর ) বাদ আসর চাষাড়াস্থ বালুর মাঠ ইসলাম হার্ট সেন্টারের সামনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিম ওসমান দুস্থ্য জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রিপন ভাওয়াল, জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহাদাত হোসেন রুপু,নারায়ণগঞ্জ মহানগর ছাত্র সমাজের সাধারন সম্পাদক শাহ আলম সবুজ,নারায়ণগঞ্জ জেলা ছাত্র সমাজের সাধারন সম্পাদক রবিউল আউয়াল,জেলা ছাত্র সমাজের সিনিয়ন সহ-সভাপতি মুরাদ হোসেন মুন্না, জাতীয় ছাত্র সমাজের অন্যান্য নেতৃবৃন্দ।
মিলাদ শেষে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ প্রয়াত নাসিম ওসমানের সহধর্মীনি এবং যুব সমাজের অহংকার একেএম আজমেরী ওসমানের মাতা জননী পারভীন ওসমানের দ্রæত সুস্থ্যতা কামনায় মহান দোয়া করা হয়।