নারায়ণগঞ্জ মহানগরের তিনটি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই কমিটিগুলো অনুমোদন দেন। এই আহবায়ক কমিটি আগামী ৬০ দিনের মধ্যে অধিনস্থ কমিটি গুলো গঠন করবে বলে জানিয়ে দেয়া হয়। এরমধ্যে
সরকারী তোলারাম কলেজ
সরকারী তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের ২১ সদস্যের আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল নারায়ণগঞ্জ মহানগর শাখা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এই কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির আহবায়ক হলো- আতা ই রাব্বি। ১০জন যুগ্ন আহবায়ক হলো- মোঃ মনির হোসাইন (জিয়া), মোঃ নূরে হামিম (হৃদয়), মোঃ রমজান আলী, আশিকুজ্জামান (অনু), মোহাম্মদ কাওছার আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মো: জোবায়ের বিন আজিজ, মো: ফেরদৌস মোহাম্মদ ফারুক খান (সুজন) ও শাহাব উদ্দিন ওয়াজিহী (জয়)। সদস্য সচিব মোঃ আজিজুল ইসলাম (রাজিব)।
আরও পড়ুন নারায়ণগঞ্জের তিন থানায় ছাত্রদলের আহবায়ক কমিটি
সদস্য ৯জন হলো- ফাহিম হোসাইন, জলি আক্তার, মোহাম্মদ সিকদার, পলাশ সিকদার, মোহাম্মদ ইসমাইল হোসেন, মো: ইমন, মোঃ সাব্বির ইসলাম, মো: আহাদ ইসলাম, মহসিন হাওলাদার, মোঃ জাহিদ আহসান।
নারায়ণগঞ্জ কলেজ
নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের ২১ সদস্যের আহবায়ক কমিটির সদস্যরা হলো- আহবায়ক মোঃ রাসেল। ১০ জন যুগ্ন আহবায়ক হলো- তুহিনুর রহমান, মোহাম্মদ রিয়াদ রহমান বাপ্পী, মোহাম্মদ মহিউদ্দিন শাহ, মোঃ সাইফুল ইসলাম (নিশান), মোঃ আনোয়ারুল ইসলাম (নাঈম), মোঃ শফিউল আলম রাকিব, কাজী তারেক আহমেদ (লিয়ন), রোহান প্রধান, মোহাম্মদ শরিফুল ইসলাম (জয়) ও আসাদুজ্জামান যুবরাজ। সদস্য সচিব মোহাম্মদ ওসমান হারুনী প্রীতম।
সদস্য ৯জন হলো- মোঃ জাহিদুল ইসলাম, মো: আবির, মোহাম্মদ শাহরিয়ার তানবিন, মোহাম্মদ মাসুম বিল্লাহ, মোহাম্মদ ইসমাঈল হোসাইন, মোহাম্মদ সুলতান ইবনে শিশির, মোহাম্মদ শামীম ও মোহাম্মদ আল-আমিন।
কদমরসুল কলেজ
কদম রসুল কলেজের ১১ সদস্যের আহবায়কর সদস্যরা হলো- আহবায়ক- মোঃ মেহেদী হাসান খান রাসেল। ৫ যুগ্ন আহবায়ক হলো-মোঃ পাবেল, মোঃ আব্দুর রহিম, মো: শোহান, আরিফুল ইসলাম প্রান্ত ও শাকিল খান। সদস্য সচিব হৃদয় হোসেন। সদস্য মেহেদী হাসান, রনি মিয়া, মোঃ রিপন মিয়া ও রতন হোসেন।