নারায়ণগঞ্জ-ঢাকা রুটে ৬ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের উকিলপাড়া এলাকায় একটি মিটারগেজ কমিউটার ট্রেন লাইনচ্যুত হওয়ার পর নারায়ণগঞ্জ-ঢাকা রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিকাল ৫টা থেকে পুনরায় রেল চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন নারায়াণগঞ্জে আবারো লাইনচ্যুত ট্রেন, রেল যোগাযোগ বন্ধ
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা এ বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ২নং রেলগেট এলাকায় ট্রেন লাইনচ্যুত ২০ ঘন্টা পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা বলেন, ‘৯টা ৪৫ মিনিটের ট্রেন বিলম্ব হওয়ায় ১০টা ২০মিনিটে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর উকিলপাড়া এলাকায় ট্রেনটির পিছনের একটি বগির একটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এসময় ট্রেনে যাত্রী থাকলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।’