একদিন না পেরুতেই আবারো লাইনচ্যুত হয়েছে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) পৌনে ১১ টায় শহরের উকিলপাড়া এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে এতে কোন হতাহত কিংবা বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।
আরও পড়ুন
এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ২ নং রেলগেট এলাকায় ট্রেন লাইনচ্যুত হয়েছিল। সেটি অপসারণ করে লাইনে এনে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছিল।
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, আবারো ট্রেন লাইনচ্যুত হয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার করবে। অনেক সময়ের ব্যাপার, সারাদিন এমনকি রাতও লাগতে পারে।
তিনি বলেন, লাইনচ্যুত হলেও কোন যাত্রী হতাহত হয়নি কিংবা কোন দুর্ঘটনা ঘটেনি।