নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি ধার্য্য তারিখে প্রতিবেদন দিতে পারেনি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তদন্তের প্রতিবেদন দেয়ার দিন ধার্য করা হলেও আরও ৭ দিনের সময় চেয়েছে কমিটি। বৃহস্পতিবার এ তথ্য জানান নারায়ণগঞ্জড জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: জসীম উদ্দিন।
এর আগে ৬ সেপ্টেম্বর রাতে জেলা প্রশাসন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ সেপ্টেম্বর ফতুল্লা থানাধীন বাইতুল সালাত জামে মসজিদে অগ্নিকান্ডে অনেকেই মৃত্যুবরণ করেছেন। এর প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।