বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার হাসিনা বেগম পলি (৪৫) আর নেই। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোর ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
আরও পড়ুন বন্দরে প্রস্তুতির সময় অস্ত্রসহ ৪ ডাকাত আটক
মরহুমার পরিবার সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর রাতে মেম্বার হাসিনা বেগম ঘারমোড়াস্থ তার নিজবাড়ী হঠাৎ অসুস্থ্য হয়ে পরলে তাকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৫টায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি। মরহুমার জানাযা বাদ জহুর বন্দর উপজেলার ঘারমোড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় কবরস্থানে দাফন সম্পর্ন করা হয়। মরহুমা হাসিনা বেগম পলী মেম্বারের জানাযা কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগনসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ মরহুমার আত্মীয় স্বজনরা অংশ গ্রহন করে।