সোনারগাঁয়ে গ্রীন চাইল্ড কিন্ডারগার্টেনের অধ্যক্ষ আবু নাছের লিঠু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আবু নাছের লিঠু সোনারগাঁ পৌরসভার অর্ঞ্জুদী গ্রামের মৃত মোছলেব মোল্লার ছেলে ও আদমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবিনা খাতুনের স্বামী।
পারিবারিক সূত্র ও স্থানীয়রা জানান, গত কয়েকদিন আগে আবু নাছের লিঠুর করোনার উপসর্গ দেখা দিলে তিনি সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা পরীক্ষা করান। সেই রির্পোটে তার করোনা পজেটিভ আসে। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।