সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ে দুই মাদক ব্যবসায়িকে বন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৫ ক্যান বিয়ার উদ্ধার ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ২১২ টাকা জব্দ করা হয়। রোববার (৯ আগস্ট) রাতে বন্দরের নবীগঞ্জ নোয়াদ্দা রেল লাইন ব্রীজের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার উপ-পরিদর্শক শহীদুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৪(৮)২০। গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসায়ীরা হলো- সিদ্ধিরগঞ্জ থানার ওমরপুর এলাকার বাদল হোসেন মিয়ার ছেলে জাকির হোসেন (২৪) ও সোনারগাঁ থানার কুতুবপুর এলাকার আলী হোসেন মিয়ার ছেলে আলামিন (২৮)। গ্রেপ্তারতকৃত দুই মাদক ব্যবসায়ীকে মাদক মামলায় সোমবার (১০ আগস্ট) সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।