রূপগঞ্জে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইয়াছিন মিয়া (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার ভোলাব পূবেরগাঁও এলাকায়। নিহত ইয়াছিন মিয়া ভোলাব পূবেরগাঁও এলাকার বারেক মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ইয়াছিন মিয়া বন্ধুদের সঙ্গে বরশি দিয়ে বিলে মাছ ধরতে যায়। এসময় বজ্রপাত হয়ে ইয়াছিন মিয়ার মৃত্যু হয়। পরে ইয়াছিন মিয়ার লাশ সামাজিকভাবে দাফন করা হয়।