নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পড়ায় ২৫ জনকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা ও জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে মাস্ক বিতরণ করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩০ আগস্ট) চাষাড়া শহীদ মিনার, সমবায় মার্কেট, খাঁজা মার্কেটসহ নগরীর জনসমাগম বেশি হয় এমন পয়েন্টগুলোতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এ বিষয়ে রুবেল রানা জানান, স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া অবাধে চলাফেরা ও সামাজিক দূরত্ব না মানার জন্য ২৫ জনকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আসলে অর্থদন্ড এখানে মুখ্য নয়। আমরা মূলত জনসাধারণকে এখানে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উদ্বুদ্ধ করতে এই অভিযান পরিচালনা করেছি।