নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাক্কা রোড এলাকার স্কুলছাত্রী জিসা মনি অপহরণ মাম্ললা প্রত্যাহার করে আসামিদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে আসামিদের স্বজনরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গনে মানববন্ধন করে তারা৷
স্বজনদের অভিযোগ, জিসা মনি অপহরন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই (প্রত্যাহার) শামীম আল মামুন ক্রসফায়ারের ভয় দেখিয়ে আসামিদের দিয়ে মিথ্যা জবানবন্দি আদায় করেছেন৷ জিসা মনি ফিরে আসার পর বাদীপক্ষ মামলা তুলে নেওয়ার কথা বললেও পুলিশের কথায় তারা মামলা তুলে নেননি৷ অতি সত্ত্বর মামলা তুলে নেওয়ার দাবি জানান আসামির স্বজনরা৷
গ্রেফতার আসামি নৌকার মাঝি খলিলের স্ত্রী শারমিন আক্তার বলেন, বিনা দোষে আমার স্বামী জেল খাটতেছে৷ জিসারে তো পাওয়া গেছে, তারপরও কেন আমার স্বামীসহ তাদের আটকাইয়া রাখছে? এই মামলা তুলে নেয়ার দাবি জানাই৷
আরেক আসামি আব্দুল্লাহর বাবা আমজাদ হোসেন বলেন, আমার ছেলের বয়স কম৷ মাইরের চোটে পুলিশ যা কইছে তাই জবানবন্দি দিছে৷ কাউরে মাইরা ফেললে সে আবার ফেরত আসে কেমনে? মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই৷
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন আব্দুল্লাহর মা শিউলী বেগম, রকিবের বোন জামাই আতাউর রহমান, মজিবুর, পলাশ, শহিদসহ আসামিদের স্বজন ও এলাকাবাসী৷