নারায়ণগঞ্জের বন্দরের একরামপুর ইস্পাহানী ঘাট এলাকা থেকে ১৭ লিটার দেশীয় তৈরী মদসহ সাইকা রানী (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে মদ বিক্রির নগদ ৫ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে র্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি টিম তাকে গ্রেপ্তার করে। সাইকা রানী বন্দরের ২১ নং ওয়ার্ডের একরামপুর মেথর পট্টি এলাকার মৃত বিনোদ লালের স্ত্রী।
র্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান মঙ্গলবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।