বন্দরে পলাদক আসামীসহ বিভিন্ন অপরাধে নারীসহ ৬জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার (৯ আগস্ট) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- বন্দর উপজেলার মদনপুর এলাকার মৃত জসিম ভূঁইয়ার ছেলে একাধিক অর্থ আত্মসাত মামলার পলাতক আসামী আলী আজগর (৩৫), বন্দর থানার নবীগঞ্জ টি-হোসেন রোড এরাকার মৃত আজহার মিযার ছেলে জিআর মামলার পলাতক আসামী সবুজ (৩৫), মিরকুন্ডি এলাকার শফিকুল ইসলামের স্ত্রী সিআর মামলার পলাতক আসামী নিলুফা আক্তার (৩৫), কেওঢালা এলাকার জসিম উদ্দিন মিয়ার ছেলে যাত্রাবাড়ি থানার ৪৮(৪)১৯ নং মামলার পলাতক আসামী ইব্রাহীম (২৬), শ্যামপুর এলাকার শ্রী রবি চন্দ্র দাসের ছেলে সিআর মামলার পলাতক আসামী শ্রী খোকন (২৮) ও কশিযারা এলাকার শহিদ মিযার ছেলে বন্দর তানার জিআর মামলার পলাতক আসামী আল-আমিন (২৮)। গ্রেপ্তারকৃতদের রোববার সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।