নারায়ণগঞ্জের বন্দরে কিশোর গ্যাংয়ের হামলা থেকে বাঁচতে নদীতে ঝাপ দিয়ে দুই কিশোরের মৃত্যুর ঘটনায় ৬জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরআগে এ ঘটনায় সোমবার (১১ আগস্ট) দিবাগত রাতে নিহত স্কুল ছাত্র জিসানের পিতা বন্দর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত হিসেবে আরও ৭ জনকে আসামী করা হয়।
মামলায় গ্রেপ্তারকৃত ৬ আসামী হলো- মোক্তার হোসেন (৬৭), আহমদ আলী (৬২), কাশেম (২৮), আলবি (১৭), আনোয়ার হোসেন (৪৫) ও শিপলু (২৩)।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ওই ঘটনায় থানায একটি মামলা দায়ের করা হয়েছে৷ গ্রেফতার করা হয়েছে ৬ আসামিকে৷ গ্রেফতার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে৷
উল্লেখ্য, সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে শামীম ও শাকিল নামের দুই কিশোর গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে৷ এ সময় ঘাটের একটি নৌকায় ওঠে জিসান ও মিহাদ। কিশোর গ্রুপের একটি দল ওই নৌকাতে উঠলে ধাওয়া করে বিপক্ষ গ্রুপটিও নৌকাতে ওঠে এলোপাথারী ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এসময় আত্মরক্ষার্থে নদীতে ঝাপ দেয় মিহাদ ও জিসান৷ অন্যরা সাঁতরে পাড়ে উঠলেও নিখোঁজ হয় মিহাদ ও জিসান৷ রাতে তারা বাড়িতে ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি করে জানতে পারেন সংঘর্ষ ও নদীতে ঝাঁপ দেয়ার খবর। পরে জেলে দিয়ে জাল ফেলে খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে উদ্ধার হয় নিখোঁজ জিসান ও মিহাদের লাশ। লাশ উদ্ধারের সময় স্বজনদের আহাজারির ভিডিও নিচের লিংকে। https://www.facebook.com/watch/?v=2984639804980080