বন্দরে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নয়ন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাতে বন্দর থানার নুরবাগ রাজবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে পুলিশ আটকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩২(৮)২০। আটককৃত মাদক ব্যবসায়ী নয়ন ওই এলাকার সেলিম হাসান মিয়ার ছেলে বলে জানা গেছে। আটককৃত মাদক ব্যবসায়ী নয়নকে মাদক মামলায় শনিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।