নারায়ণগঞ্জের বন্দরের ধামগড় এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৩ যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে ওই এলাকার জনৈক হুমায়ুনের ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো-মোঃ মাকসুদুল আলম (২৮), মোঃ মামুন মিয়া (৩৫) ও মোঃ সোহেল (২১)।
র্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধমে এ তথ্যা জানান। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রয় ও অস্ত্রের মুখে জিম্মি করে এলাকার বিভিন্ন লোকজন থেকে বিভিন্ন সময় মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিত বলে জানান যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের প্রস্তুতি প্রক্রিয়াধীন।