নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ থেকে এক পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম আরিফুজ্জামান ওরফে সুমন সরকার (৩২)। সোমবার দুপুরে নবীগঞ্জ ইসলামীয়া সিনিয়র মাদ্রাসার সামনে উইলসন সড়কের উপর চলাচলরত ট্রাক থেকে চাঁদাবাজির সময় হাতে নাতে তাকে গ্রেপ্তার করে র্যাব-১১ এর একটি টিম। এ সময় তার কাছ থেকে চাঁদাবাজির নগদ টাকা ও টোল আদায়ের রশিদ উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার পিপিএম মো: জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত আরিফুজ্জামানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।