একটু স্বস্থি পেতে বিনোদন পিপাসু মানুষ ছুটে যায় বিনোদন কেন্দ্রে। কিন্তু করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে এবারও নারায়ণগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো বন্ধ। কিন্তু তাই বলে কি ঘর বন্দি থাকবে মানুষ! মোটেও না। তাই যেখানে একটু বিনোদন আর স্বস্থি সেখানেই ছুটে যাচ্ছে নারায়ণগঞ্জের বিনোদন পিপাসু মানুষগুলো। হোক সেটা গিঞ্জি পরিবেশ বা লোকে লোকারন্য। তাই তো বন্দরের সাবদী আর কাইকারটেক ব্রিজ ঘিরে বিনোদন পিপাসু মানুষের উপচে পড়া ভীড় দেখা গেছে ঈদের পর দিন। এর ধারাবাহিকতায় ঈদের তৃতীয় দিন সোমবার (৩ আগস্ট) বিকাল থেকে ব্যাপক সমাগত ঘটে ওই দুটি স্থানে। কাইকারটেক ব্রিজের উপর মানুষের ঢল। পুরো রাস্তাজুড়ে সিএনজি, ইজিবাইক, অটো রিকসা আর রোমিওদের মোটরবাইকের বহর। পা ফেলার জায়গা নেই। এতো ভীড়। তবুও যেন কোন সমস্যা নেই। অনন্ত একটু স্বস্থির নি:শ্বাস তো ফেলার সুযোগ হলো! এমনটাই মনে করছেন ঘুরতে আসা বিনোদন পিপাসুরা।