নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পুকুর থেকে কবির হোসেন (৫৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। নিহত কবির হোসেন কায়েমপুর বটতলা এলাকার মৃত. আঃ সালামের ছেলে।
ফতুল্লা মডেল থানার এসআই শরিফুল ইসলাম জানান, দুপুরে খবর পেয়ে কায়েমপুর বটতলা এলাকার চার পাখি (বিঘা) নামে পুকুর থেকে ভাসমান অবস্থায় কবির হোসেন নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে জানিয়েছে কবির হোসেন হার্টের সমস্যা ছিলো। এতে ধারনা করা হচ্ছে পুকুর পাড়ে গরুর গাছ কাটতে গিয়ে হার্ট এটাক হয়ে পুকুরে পড়ে গেছেন। পরে দুইদিন পর লাশ পানিতে ভেসে উঠেছে। তবে ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারন জানাযাবে।