মরণঘাতি করোনাভাইরাসে নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২১ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে সিটি করপোরেশন এলাকায় ৪ জন, সদরে ৩ জন, রূপগঞ্জে ৫ জন, আড়াইহাজারে ২, বন্দরে ৩ ও সোনারগাঁওয়ে ৪ জন। এ নিয়ে পুরো জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯৭৩ জন। তবে নতুন করে কোনো মৃত্যু নেই। মৃত্যুর সংখ্যা ১২৭ জনই। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৬৪৫ জন। জেলায় এই পর্যন্ত মোট ৩২ হাজার ৭৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২১২ জনের।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৬৭ জন ও আক্রান্ত ২ হাজার ৮৬ জন। সদর উপজেলায় মারা গেছেন ২৩ জন ও আক্রান্ত ১ হাজার ৩৮৩ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৪৩ ও মারা গেছেন ৩ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৫৫৬ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৫২৬ ও মারা গেছেন ২০ জন এবং রূপগঞ্জে আক্রান্ত ১ হাজার ১৬৯ জন ও মারা গেছেন ১০ জন ।