জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে নগরীর ২নং রেল গেইটস্থ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শুধু একটি পরিবারকে হত্যা করা হয়নি। সেদিন এদেশকে পাকিস্তানে রূপ দেয়ার নীল নকশা বাস্তবায়ন করা হয়। সেই কুচক্রীরা বাংলাদেশের ইতিহাস মুছে দিতে চেয়েছিলো। সেদিন ছোটো রাসেল কে ও ছাড় দেয়নি হানাদারের দল। কারন তারা জানতো যদি এই পরিবারের কোনো সদস্য যদি বেঁচে থাকে তাহলে সেই কুচক্রী হায়নাদের উদ্দ্যেশ্য বাস্তবায়ন হবে না। কিন্তু আল্লাহর রহমতে দেশের বাইরে থাকায় বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা। যার নেতৃত্বে আজকে দেশ এগিয়ে যাচ্ছে। আজকে এই,শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। যাতে করে পাকিস্তানি দোসরদের প্রেতাত্মারা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে।
সভায় মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সৈকত বাপ্পি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন ঢালি’র সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল-মামুন, মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর উত্তর এর সভাপতি আহম্মেদ হাসনাইন, মুক্তিযুদ্ধ মঞ্চ’র নারায়ণগঞ্জ মহানগর শাখার সহ-সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি সাগর কুমার দাস, যুগ্ন-সাধারণ সম্পাদক শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদকশেখ সুমন, দপ্তর সম্পাদক-গোলাম হায়দার সজীব, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ’র সভাপতি সৈয়দ রনি আলম, সাধারণ সম্পাদক আল মামুন কাওসার, সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি মোঃ মজিবুর রহমান,সিদ্ধিরগঞ্জ থানা মৎসজীবী লীগ সভাপতি – মোঃ শাহ আলম সিদ্ধিরগঞ্জ যুব মহিলালীগের নেত্রী চম্পা ভূইয়া, সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবকলীগ নেতা মোঃ মহিউদ্দিন এবং মুক্তিযুদ্ধ মঞ্চ’র নারায়ণগঞ্জ মহানগর শাখার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।