১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে নারায়ণগঞ্জ জেলা পরিষদ। কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ আগস্ট সকালে জেলা পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এবং ১৭ আগস্ট বেলা ১১টায় আলোচনা সভা শেষে অসহায় ও দু:স্থ ৪৮টি পরিবারকে স্বাবলম্বী করতে ২৪টি সেলাই মেশিন ও ২৪টি ভ্যানগাড়ি বিতরণ করা হবে। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আত্মার মাগফেরাত কামনায় ও বঙ্গবন্ধু পরিবারের জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন জানান, বিভিন্ন কর্মসূচি পালন শেষে ১৭ আগস্ট অসহায় ও দু:স্থ ৪৮টি পরিবারের মধ্যে ভ্যানগাড়ি ও সেলাই মেশিন বিতরণ করা হবে। এছাড়া দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আত্মার মাগফেরাত কামনায় ও বঙ্গবন্ধু পরিবারের জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।