সোনারগাঁয়ের কাঁচপুর বাসস্ট্যান্ড থেকে পরিবহনে চাঁদাবাজির সময় হাতে নাতে দুই পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার সকালে র্যাব-১১ এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ জিয়াউর রহমান ওরফে জিয়া (২৫) ও মোঃ বাপ্পি মিয়া (৪০) । এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৭ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোধ জসিম উদ্দীন চৌধুরী পিপিএম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত জিয়া ও বাবুলের নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় চলাচলরত যাত্রাবাহী পরিবহন বাস থামিয়ে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি ৫০ থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করে আসছে। চাঁদা আদায়কালে তাদের হাতে নাতে গ্রেপ্তার করা হয়। তাদের অত্যাচারে পরিবহন চালকরা অতিষ্ঠ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান র্যাবের এই কর্মকর্তা।