আড়াইহাজারে ফাতেমা হত্যা মামলায় সন্দেহ জনক ভাবে পুলিশ দুইকে গ্রেপ্তার করেছে। সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রাম থেকে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো বিশনন্দী গ্রামের মৃত সুরুজ মিয়া প্রধানের ছেলে আঃ ওহাব (৬২) ও তার স্ত্রী হোসনে আরা বেগম ( ৪৫)।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি আজাহার জানান, শনিবার রাতে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রামের একটি টিনের ঘরের মাটি খুড়ে সেখান থেকে অজ্ঞাত (২০) যুবতীর লাশ উদ্ধার করে পুলিশ। পরিচয় জানা না যাওয়ায় প্রথমে পুলিশ বাদী হয়ে অজ্ঞাত নামাদের আসামী দিয়ে থানায় একটি হত্যা মামলা দায়ে করে। পরদিন রোববার (১৬ আগস্ট) নিহতের বাবা বিল্লাল হোসেন তার মেয়ে ফাতেমার লাশ সনাক্ত করেন। বিল্লালের বাড়ী উপজেলার গহরদী গ্রামে।
ইন্সপেক্টর আজাহার আরো জানান, ফাতেমা তার মামার বাড়ি বিশনন্দীতে থাকতো। সেইখানে থাকা অবস্থায় গ্রেপ্তারকৃত ওহাবের ছেলে ইউনুসের সাথে প্রেমে জড়িয়ে যায়। পুলিশের ধারণা এই ঘটনার জের ধরেই হত্যাকান্ড ঘঠিয়ে থাকতে পারে। গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।