আড়াইহাজারে নির্মানাধীন ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার করা অজ্ঞাত যুবতীর লাশের পরিচয় শনাক্ত হয়েছে। ওই যুবতীর নাম ফাতেমা (২২)। সে আড়াইহাজার উপজেলার গহরদী গ্রামের বিল্লালের মেয়ে। স্থানীরা জানান, ফাতেমা স্বামী পরিত্যাক্তা ছিলেন। গত ৮ দিন পূর্বে সে নিখোঁজ হন।
গত ১৫ আগস্ট বিকেলে আড়াইহাজার উপজেলায় বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রামে জনৈক ডালিমের নির্মাণাধীন নির্মাণাধীন ঘরের ভিতরে গন্ধ পেয়ে শ্রমিকরা বাড়ির মালিককে জানান। বাড়ির মালিক পুলিশকে জানালে আড়াইহাজার থানা ও গোপালদী ফাঁড়ি পুলিশ মাটির নিচে খুঁড়ে তার লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শওকত জানান, স্থানীয় এক যুবকের সাথে ফাতেমার প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। সে তার মামা বাড়ি বিশনন্দীতে থাকতো। ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। চেহারা বিকৃত দেখে মনে হচ্ছে লাশটি ৭/৮ দিন আগের হতে পারে।
উল্লেখ্য শনিবার ১৫ আগষ্ট অজ্ঞাতনামা এক যুবতীর লাশ উদ্ধার করে পুলিশ। উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রাম থেকে তার লাশটি উদ্ধার করা হয়।