নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জে ৬নং ওয়ার্ডে রেলওয়ের জমিতে একটি অস্থায়ী পশুর হাটের ইজারা দিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন৷ নাসিকের ৬ নম্বর ওয়ার্ডের এসও রোডে অনুমতি ছাড়া রেলওয়ের জমিতে হাটটির ইজারা দেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কৃর্তপক্ষ। ফলে করোনা পরিস্থিতিতে হাটটি বন্ধ করার জন্য ব্যবস্থা নিতে সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছে রেলওয়ে৷ চিঠির অনুলিপি অনুলিপি রেলমন্ত্রীর একান্ত সচিব, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, জেলা পুলিশসহ সংশ্লিষ্ট দপ্তরে দেয়া হয়েছে।
জানা যায়, গত ১৬ জুলাই সিটি এলাকার অস্থায়ী সাতটি পশুর হাটের দরপত্র উন্মুক্ত করা হয়৷ সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের এসও রোড এলাকায় অস্থায়ী পশুর হাটটির ইজারা পেয়েছেন আতাউর রহমান৷ তিনি নাসিক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর ঘনিষ্টজন এবং সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের সহযোগী৷ এছাড়া তিনি মহানগর আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক।
এদিকে এই হাট বন্ধের জন্য নির্দেশ দিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। গত ২০ জুলাই রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠি পাঠানো হয় সিটি কর্পোরেশন বরবার৷ ৷
চিঠিতে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ উল্লেখ করে, ১২ জুলাই তারিখে ঈদ উল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সাতটি অস্থায়ী পশুর হাটের ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উক্ত ইজারা বিজ্ঞপ্তিতে নাসিক ৬ নম্বর ওয়ার্ড এসও রোড বটতলা চৌরাস্তা বালুর মাঠ ভূমির মালিক বাংলাদেশ রেলওয়ে। দেশের প্রচলিত আইন অনুযায়ী রেলভূমিতে গরুর হাট বসাতে হলে অনুমতি নেওয়ার বিধান আছে। এক্ষেত্রে রেলওয়ের কোন অনুমতি গ্রহণ করা হয়নি। বাংলাদেশসহ সারা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাসের মধ্যে রেলভূমিতে পশুর হাট বসলে বহু লোকের জনসমাগম হবে। এতে করে করোনা ভাইরাস ব্যাপক হারে বাড়ার সম্ভাবনা আছে। পশুর হাটে স্বাস্থ্য বিধি মেনে দূরত্ব বজায় রেখে মানুষ জন চলাচল করা সম্ভব নয়। বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন ভূমিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ অস্থায়ী পশুর হাট বসার জন্য ইজারা বিজ্ঞপ্তির মাধ্যমে অনুমতি প্রদানের কোন সুযোগ নেই। রেলভূমিতে পশুর হাট বন্ধ করার জন্য সিটি কর্পোরেশনের প্রতি অনুরেধ জানায় রেলওয়ে৷
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, হাটের ইজারা দিয়েছে সিটি কর্পোরেশন৷ ব্যবস্থা যা নেবার সিটি কর্পোরেশন নিতে নিবে ৷ এখানে হস্তক্ষেপ করার সুযোগ আমাদের নেই৷