করোনার মহামারীর কারণে বেশ কয়েকমাস জনজীবন প্রায় স্থবির থাকার পর স্পেনের মাদ্রিদে নারায়নগঞ্জ জেলা কমিটি গঠন ও করোনায় মারা যাওয়া নারায়ণগঞ্জের কৃতি সন্তান আবুল হোসেনের আত্মার মাগফেরাত কামনায় বুধবার স্থানীয় বাংলা টাউন রেস্টুরেন্টে, হোসাইন মুকুলের সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
এস,এম আসলামের স্বাগত বক্তব্যের পর অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি,এ এম,এইচ সোহেল ভূইয়া, আফজাল হোসেন, কামরুজ্জামান মাসুম, আমির হোসেন, হুমায়ুন কবির, সাজিদ মাওলা, আরিফ রহমান, মুসা মিয়া প্রমুখ। সভায় হোসাইন মুকুলকে প্রধান আহবায়ক করে “নারায়ণগঞ্জ জেলা কমিটি মাদ্রিদ,স্পেন” গঠনের দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরনকারী মাদ্রিদের বিশিষ্ট ব্যবসায়ী নারায়নগঞ্জের কৃতী সন্তান আবুল হোসেনসহ সকল মৃত্যুবরনকারীদের রুহহের মাগফেরাত কামনা করা হয়। সভায় মাদ্রিদে বসবাসরত সকল নারায়ণগঞ্জবাসী একে অপরের সাহায্যে এগিয়ে আশার অঙিকার ব্যক্তকরেন।