অবৈধ অভিবাসীদের সঙ্গে কর্তৃপক্ষের আচরণ নিয়ে কথা বলায় মালয়েশিয়ায় আটক প্রবাসী বাংলাদেশি শ্রমিক রায়হান কবিরকে আইনি সহায়তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।
রোববার (২৬ জুলাই) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বরাবর এ চিঠি পাঠানো হয়। রায়হান কবিরের বাড়ি নারায়ণগঞ্জের বন্দরে।