ফতুল্লায় নারীসহ তিন মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে ২০ কোজি গাঁজা ও ১০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। রোববার রাত ১১টার দিকে ফতুল্লার মধ্য সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাদের ফতুল্লা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে ডিবি। এ ঘটনায় ডিবি বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে। দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠায় পুলিশ।
ডিবির উপ-উপরির্দশক (এসআই) খোকন চন্দ্র সরকার জানান, গ্রেপ্তারকৃতরা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ভাগজোত এলাকার হারেজ মাঝির ছেলে সোহেল রানা হিরণ (২৮), মধ্য সস্তাপুর এলাকার আবুল কালামের বাড়ির ভাড়াটিয়া মাসুদ রানার স্ত্রী রুনা আক্তর (৩০) ও সিদ্ধিরগঞ্জের সানার পাড় এলাকার নাহার মঞ্জিলের ভাড়াটিয়া রাজা মিয়ার ছেলে মো. ইসলাম (৩০)।