মরণঘাতি করোনাভাইরাসে নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২৬ জনে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৭ জন। এরমধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ১১ জন, সদরে ২ জন, আড়াইহাজারে ১ জন, ও রূপগঞ্জে ৩ জন আক্রান্ত হয়েছেন। এতে করে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৮৮০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৫ হাজার ৪৯৫ জন। জেলায় এই পর্যন্ত মোট ৩১ হাজার ৮৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯৭ জনের।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৬৭ জন ও আক্রান্ত ২ হাজার ৪৯ জন। সদর উপজেলায় মারা গেছেন ২৩ জন ও আক্রান্ত ১ হাজার ৩৬৬ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৪১ ও মারা গেছেন ৩ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৫৫২ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৫১৪ ও মারা গেছেন ১৯ জন এবং রূপগঞ্জে আক্রান্ত ১ হাজার ১৫৮ জন ও মারা গেছেন ১০ জন ।